চুনারুঘাট প্রতিনিধিঃ আমরোড বাজারের গরু চিকিৎসক আবদুল মুকিতের অপচিকিৎসায় কালিশিরী গ্রামের অসহায় রজব চানের একটি গরু মারা যায় ।গরুর মালিক রজব চান জানান বিগত চার দিন ধরে গরুটির শরীরের একটি অংশ কয়েকটি গোটা গোটা দাক পড়ে। পরবর্তীতে গরুর চিকিৎসা আব্দুল মুকিত কে অবগত করলে। চিকিৎসক আব্দুল মুকিত মহিলা গরুটি চিকিৎসা করতেন বাড়িতে আসেন ।এবং গরুটিকে দেখে বিভিন্ন প্রকারের ইনজেকশন ও ঔষধগুলো দেন। ইনজেকশন দেওয়ার পর থেকে হতাশ হয়ে গরুটি ছটপট শুরু করে এক পর্যায়ে গরুটি মারা যায়।
এতে গরু টি বাজার মুল্য ছিল প্রায় ৫০/৬০ হাজার টাকা মহিলাটি বলেন আমার পরিবারের এক মাত্র সম্বল ছিল গরু টি আমি এখন খুবই অসহায় ভাবে দিন যাপন করছি এলাকার স্হানিয় লোক জন বলেন প্রতিনিয়তই গরু চিকিৎসা করতে গিয়ে অনেক গরু তার হাতে মারা যায়। অনেক অসহায় মানুষ হয়েছে সম্বল হারা ।গরুটি ক্ষতিপূরণ পেতে গরুর মালিক চুনারুঘাট থানায় একটি মামলা দায় করছেন বলে জানাগেছে