মহিদুল ইসলাম( শাহীন) খুলনা :খুলনা মেডিকেল হাসপাতালে করোনা চিকিৎসাধীন এক গৃহবধূ (২৫) রোগীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি রীতিমতো গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে অভিযুক্ত খুমেক ওয়ার্ডবয় নজরুলকে আটক করেছে থানা পুলিশ। গতকাল ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মহানগরীর এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়। এ ঘটনায় নজরুল নামের ওই ওয়ার্ডবয়কে সোমবার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ঘটনার পর থেকে নজরুল গা ঢাকা দেয়। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল ভোর রাতে মহানগরীর খুলনা হাফিজ নগর খেকে তাকে আটক করে।