মোঃ আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আকবর শাহ থানার ১০ নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ডে প্রথম রেডজোন অমান্য করে পোশাক কারখানা চালু রাখার দায়ে চার প্রতিষ্ঠানকে সতর্ক করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (১৭ জুন) দুপুরের দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত পোশাক কারখানাগুলো হল— এইচবি ফ্যাশনস, এইচকে টিজি গার্মেন্টস, কাট্টলী টেক্সটাইলস লিমিটেড ও গার্টেক্স গার্মেন্টস লিমিটেড।
কাট্টলিতে লকডাউন ভেঙ্গে প্রবেশ করছে পোশাক শ্রমিকরা!
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, ‘সরকারের নিষেধ অমান্য করে আবাসিক এলাকায় পোশাক কারখানার কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি নজরে আসলে প্রাথমিকভাবে তাঁদেরকে সতর্ক করা হয় ও লকডাউন মেনে চলতে অনুরোধ করা হয়। পরবর্তীতে এ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’