মীর জুবায়ের আলমঃ চুনারুঘাট উপজেলা আমকান্দি গ্রামের অসহায় মেয়ে জবার পাশে দাঁড়ালেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। তিনি জানান চুনারুঘাটের মুস্তাক বাহার নামে ফেসবুক আইডি হতে জবার নামে ১০০ জন লোক চাই বলে একটি পোস্ট দেখতে পান ।এবং জবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । যখন জানতে পারলেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জবা একজন মেধাবী এবং ভালো একটি মেয়ে তখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন । সঙ্গে ছিলেন তদন্ত ওসি তদন্ত চম্পক দাম এবং বিশিষ্ট আইনজীবী মুস্তাক বাহার সহ।তিনি বিভিন্ন প্রজাতির ফল নিয়ে হাজির হন ওসি শেখ নাজমুল হক এবং তার পরিবারের পরিজন সহ সকলকে সান্ত্বনা প্রদান করেন ।এবং বলেন ক্যান্সার তেমন কোনো একটি মারাত্মক নয় যা বর্তমানে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যায়। যত টাকাই লাগে না কেনো আমরা সার্বক্ষণিক জবার চিকিৎসার জন্য জবার পাশে আছি। আমরাই জবা কে সুস্থ করে তুলবো ইনশাল্লাহ । তিনি জবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন