মহিদুল ইসলাম( শাহীন) বটিয়াঘাটা খুলনা ,,,
খুলনার গল্লামারি রাইসা ক্লিনিকের মালিক গরীবের বন্ধু ডাঃ রাকিব খানকে করোনা মহামারীর মধ্যে সন্ত্রাসি তাকে নির্মম ভাবে খুন করে গতপরশু। অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে ডাক্তারসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ সভা এবং ক্লিনিকে কর্মবিরতিসহ শোকসভা পালন করছে।
ডাঃ রাকিব খানের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটার ঐতিহ্যবাহি সাংবাদিক সংগঠন বটিয়াঘাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন বটিয়াঘাটা প্রেসক্লাব প্রতিষ্টাতা সভাপতি শেখ আঃ হামিদ, প্রতিষ্টাতা সম্পাদক এস এম ফরিদ রানা, প্রেসক্লাব আহবায়ক অধ্যাপক এনায়েত বিশ্বাস, সদস্য সচিব মহিদুল ইসলাম শাহীন, সদস্য নজরুল ইসলাম, এ্যাডঃ সোহেল রানা, এস এম বজলুল রহমান, ইমরান হোসেন সুমন, মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, রতন কুমার সাহা, তরিকুল ইসলাম, সোহরাব হোসেন সুন্সি, আল আমিন শিকদার, জহিরুল ইসলাম,গৌরদাশ বিশ্বাস, শফিকুল ইসলাম, রেজাউল করিম, তারেক রহমান খান, তারভির আহমেদ শাওন।