জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎস্পর্শে জাফর আলী (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সে উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা-নগর গ্রামের মৃত জিন্নাত আলীর পুত্র।
প্রতিবেশী ও দিকদানা ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা শরিফুল ইসলাম জানান, বুধবার সকালে নিজ বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করার সময় বিদ্যুৎ স্পর্শে মারাত্তক ভাবে আহত হয় জাফর আলী।
আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।