আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় উলাশী সৃজনী সংঘ কর্তৃক পরিচালিত মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর মোড়লপাড়া ও চাঁপাতলা কেন্দ্রের ৬০জন শিক্ষার্থীদের (মহিলা) মাঝে সনদপত্র বিতরণ করেন উলাশী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক আজিজুর হক মনি।
সনদপত্র বিতরণপূর্ব চলমান করোনা পরিস্থিতিতে করনীয় ও সচেতনতামুলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মল্লিকপুর মোড়লপাড়া কেন্দ্রের শিক্ষক জেসমিন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগ্রামার দেবাশীষ শাহা, উলাশী সৃজনী সংঘের ম্যানেজার জুলফিকার আলী, সুপারভাইজার আলমগীর হোসেন প্রমূখ।