Logo
শিরোনাম :
ঝিকরগাছায় বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধে বাংলাদেশ বেতারের তারুণ্যের কন্ঠ’র বহিরাঙ্গন অনুষ্ঠান ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়রের সাথে সাংবাদিকদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-ছত্রাজিতপুর ইউপির ৭ নং ওয়ার্ডের সিমান্ত নিষ্পত্তির আবেদন শার্শায় এনজিও কর্মি পরিচয়ে ২৪ দিনের শিশু চুরি বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার-১ শার্শার বসন্তপুর প্রাইমারী স্কুলের সামনে কৃষি জমি খনন করে মাটি উত্তোলন শার্শায় ৪ কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১ এনজিও কর্মী বিয়ের জন্য ছেলের বাড়িতে অনশন

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত আরো ১০৬ জন,মোট আক্রান্ত ১৫৮১ জন ,মৃত্যু ৩৯ জন!!

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১০৬ জন করোনা রোগী সনাক্ত হওয়ার খবর জানিয়েছে জেলা তথ্য অফিস। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা- ১৫৮১ জন ও মোট মৃত্যুর সংখ্যা- ৩৯ জন ছাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন’২০) ভোর আনুমানিক চারটায় জেলা সিভিল সার্জনের সূত্রমতে এক লিখিত প্রেস রিলিজের মাধ্যমে জেলার করোনা ভাইরাস সংক্রমণের আপডেট জানিয়েছে নোয়াখালী জেলা তথ্য অফিস।

এতে জেলায় নতুন করে আরও ১০৬ জন (যা সর্বোচ্চ) করোনা সনাক্ত সহ জেলায় মোট আক্রান্ত ১৫৮১ জনের তথ্য নিশ্চিত করার পাশাপাশি জেলার সর্বশেষ অবস্থার বিবরণ তুলে ধরা হয়েছে।

গত ২৪ ঘন্টায় ১০৬ জনের মধ্যে
নোয়াখালী সদর- ৪৭জন।
বেগমগঞ্জ- ১০জন। কোম্পানীগঞ্জ-০৮জন। কবিরহাট-১৭জন। সূবর্ণচর-১৫জন। চাটখিল-০৬জন। সেনবাগ-০১জন। সোনাইমুড়ি-০২জন।

(আক্রান্তের হার ১৯.৩১%)
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ০৯জন।
মোট সুস্থ রোগীর সংখ্যা- ৫৪৮জন
(সুস্থতার হার ৩৪.৬৬%)
চাটখিল-৭৩জন,সোনাইমুড়ি-৫১জন।
সেনবাগ-৫৫জন। বেগমগঞ্জ-১৮০জন।
নোয়াখালী সদর-৮৭জন। কোম্পানীগঞ্জ-০৯জন। কবিরহাট-৬৯জন। সূবর্ণচর-১৮জন। হাতিয়া-০৬জন।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ০১জনের।
(নোয়াখালী সদর-১জন)
মোট মৃত্যু-৩৯ জন।
(মৃত্যুর হার ২.৪৬%)
তার মধ্যে বেগমগঞ্জ-২০জন। সোনাইমুড়ি-০৩জন সেনবাগ-০৬জন। সূবর্ণচর-০১জন।
নোয়াখালী সদর- ০৬জন। চাটখিল-০১জন। কবিরহাট-০১জন। কোম্পানীগঞ্জ-০১জন।

২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ- ২৫৭জন।
আজকের প্রাপ্ত ফলাফল – ৩৯৬জন।
পজিটিভ -১০৬জন।
নেগেটিভ -২৯০জন।
এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ- ৮৮০৩জন।
প্রাপ্ত ফলাফল – ৭৯৭৭জন।
পজিটিভ- ১৫৭৯জন, নেগেটিভ -৬৩৯৮জন।
আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৯৯৪জন।
কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ৪০জন।
করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা:(উপজেলা ভিত্তিক তথ্য):
নোয়াখালী সদর-৫১১জন।
সুবর্ণচর-৫৯জন।
হাতিয়া-১০ জন।
বেগমগঞ্জ- ৫৬০জন।
সোনাইমুড়ী-৮৭ জন।
চাটখিল-১০৮ জন।
সেনবাগ-৮৪ জন।
কোম্পানীগঞ্জ -৩৯ জন।
কবিরহাট-১২৩ জন।

বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা (১৫৮১-৫৮৭) = ৯৯৪জন।

এদিকে বর্তমানে জেলায় আক্রান্তের দিক থেকে বেগমগঞ্জ উপজেলায় রোগীর সংখ্যা বেশি হলেও ইতিমধ্যেই (গত কয়েকদিনে) সদর উপজেলায় সংক্রমনের হার সর্বোচ্চ রয়েছে। পাশাপাশি জেলার সবচেয়ে করোনা হটস্পট খ্যাত এ দুই উপজেলায় (সদর ও বেগমগঞ্জ) গত ০৯ই জুন-২০২০ ইং হতে ২৩শে জুন-২০২০ ইং তারিখ পর্যন্ত সদরে (তৃতীয় দফায়) ও বেগমগঞ্জ উপজেলায় (চতুর্থ দফায়) পুরোপুরি লকডাউন কার্যকর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By ThemesWala.Com
error: Content is protected !!