সৈয়দ মোঃরেশাত,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে পটুয়াখালীতে সরকারী নির্দশনা বাস্তায়ন এবং সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের যৌথ উদ্দোগে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মুখে মাস্ক না পরায় পটুয়াখালী শহরের চার ব্যক্তিতে ভ্রাম্যনান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী শহরের এ অভিযান পরিচালিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুখে মাস্ক পরিধান না করে ঘুরাঘুরি করার অপরাধে মোঃ চাঁন মিয়া (৩৫), পিতা- আঃ গফুর, সাং- কালিকাপুর কে ২০০/- টাকা, মোঃ আলমগীর সরদার (৫০), পিতা- মোঃ লতিফ সরদার, সাং-কালিকাপুর কে ৫০০/- টাকা, মোঃ শাহাদৎ হোসেন (৪০), পিতা- রুস্তুম আলী, সাং-জৈনকাঠি, কে ২০০/- টাকা এবং দিলীপ (৩৮), পিতা-হিরোদ সাহা, সাং-চৌরাস্তা কে ৫০০/- টাকা সহ সর্বমোট ১,৪০০/- টাকা জরিমানা করা হয়।
র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক তাদের অর্থদন্ড প্রদান করা হয়েছে।