আল আমিন,চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশকৃত ১২ টি বেসরকারী হাসপাতালকে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি ও নিরবিচ্ছিন্ন চিকিৎসাসেবা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সাথে চট্টগ্রামের সরকারী বেসরকারী সকল হাসপাতালে ক্লিনিক ও মেডিকেল কলেজ গুলোতে কত রোগী এবং তাদের কি কি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তা উল্লেখ্য করে আগামী ২২ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে চট্টগ্রামের সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
আদালত চট্টগ্রামের যে ১২টি বেসরকারী হাসপাতাল ও ক্লিনিককে করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে নির্দেশ দিয়েছেন সেগুলো হল- পার্কভিউ হাসপাতাল, মেডিকেল সেন্টার, ইস্পেরিয়াল হাসপাতাল, সার্জিস্কোপ হাসপাতাল, ডেল্টা হাসপাতাল, সিএসটিসি হাসপাতাল, সিএসসিআর হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, এশিয়ান হাসপাতাল, ওয়েল হাসপাতাল, মেট্টোপলিটন হাসপাতাল ও ম্যাক্স হাসপাতাল।
উল্লেখ্য এর আগে করোনা চিকিৎসাসেবা দিতে ১২ টি বেসরকারি হাসপাতাল ক্লিনিকের নাম প্রকাশ করেছিল চট্টগ্রাম জেলা প্রশাসন।