এস এস আব্দুল্লাহ,নিজস্ব প্রতিবেদক:
প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বানে ঘৃনিঝড় আম্পানোও করোনাভাইরাস (কোভিড —১৯)র প্রভাবে দূর্যোগ দারিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রান সামগ্রী সহয়তা প্রদান করেন।
আজ ২০ই জুন রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময়।
স্থান চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রিচিং পিপলস ইননিডস (আর,পি,এন)ও প্রতাশা সমাজ কল্যাণ সংস্থারর গয়ড়া বাজার শাখার উদ্যোগ ৩৭০জন দারিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাউল পাচঁকেজি, আটা, দুইকেজি আলু, আড়াই কেজি সোয়াবিন তেল, দুই লিটার চিনি,এক কেজি মসুরির ডাউল, এক কেজি ডানোদুধ, ৫০০ গ্রাম মরিচের গুড়া, ৫০গ্রাম হলুদ, ১০০গ্রাম মুড়ি, দশ রকমের ত্রাণ সামগ্রী বিতারণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতারণকালে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আর,পি,এন,নির্বাহী পরিচালক মোঃ আশফাক আহম্মদ লিটন,প্রতাশা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এস,এম,নাজিমউদ্দিন, নির্বাহী পরিচালক খন্দকার গোলাম হাসনাইন,প্রত্যশা সমন্নয় কারী ওয়াহিদ মুরাদ,এরিয়া ম্যানেজার বাহারুল ইসলাম, গোগা শাখার ম্যানেজার মোঃ উজির, গয়ড়া শাখার ম্যানেজার শহিদুল্লাহ,ডোনার ইসলামিক হেল্প ওড্রপ,সহ প্রমুখ