কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় দুই সংখ্যলঘুর বাড়ী ঘর উচ্ছেদের পায়তার অভিযোগ উঠেছে। রোববার(২১জুন) সকালে এ বিষয়ে কলারোয়া সহকারী কমিশনার (ভুমি) অফিসে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে-উপজেলার উত্তর সোনাবাড়ীয়া গ্রামের শ্রী বিপ্লব কুমার রায় ও শ্রী নিমাই পালসহ তাদের দুই পরিবারের পিতা ও মাতারা দীর্ঘ ৫০/৬০ বছর ধরে ইজারা নিয়ে ওই গ্রামে বসত বাড়ী ঘর করে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করছেন। দীর্ঘ দিন পরে কোন কারন ছাড়াই সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উচ্ছেদের হুমকি দিচ্ছে। এছাড়া ওই জমি থেকে জোরপূর্বক গাছও কেটে নিয়ে যাচ্ছে। এবিষয়ে সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম বলেন-ঘটনাটি সত্য। তিনি তাদের আবেদন পত্রে সুপারিশ করেছেন। এছাড়া তিনি আরো বলেন-জমিটি উপজেলাধীন ২৫ নং সোনাবাড়ীয়া মৌজায় ১/১ খতিয়ান ভুক্ত ৭৩৭ দাগের ৩৩শতাংশ জমি রয়েছে। সেখানে আবেদনকারীরা ফলফলাদীসহ বিভিন্ন প্রকার গাছ গাছালি লাগিয়ে ৫০ বছর ধরে ছেলে মেয়ে নিয়ে বসত বাড়ী ঘর তৈরী করে বসবাস করে আসছেন। এদিকে আবেদনকারী শ্রী বিপ্লব কুমার রায় ও শ্রী নিমাই পাল জানান-১৪৬/৭৭-৭৮ ইজারা কেস নং-১০/৯৬ কলা: বাতিল পূর্বক তাদের নিজেদের নামে বন্দোবস্ত পাওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসে আবেদন করেছেন।