আফজাল হোসেন চাঁদ : চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বাজায় রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের আয়োজনে ও ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে মধ্যদিয়ে আমাদের সরকার যে ভাবে দেশ পরিচালনা করছে এটা দেখে আমাদের শিক্ষা নিয়ে মানুষের কল্যাণে কাজ করা উচিৎ। সরকার আপনাদের প্রতি যে নির্দেশ দিয়েছে সেটাকে মেনে নিয়ে শিক্ষার্থীদের প্রতি আপনারা নজর দেন। তাহলে আমাদের শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে।
রবিবার সকাল ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স রুমের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদের সঞ্চালনার মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব লুবনা তাক্ষী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ মাসুদ হোসেন পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্র্যাক্টর মোছাম্মদ নাজনীন নাহার, উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।