শাহিন হাওলাদার,বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরময় ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বুধবার (২৩ জুন) সকাল থেকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সীমিত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আওয়ামী লীগ ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
তবে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী এই দলটির জন্য বেশ তাৎপর্যপূর্ণ হলেও করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে এ বছরই প্রথম কোন ধরনের র্যালী বা গণজমায়েত সৃষ্টি হয় এমন কোন কর্মসূচি পালন করেনি কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ।
পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পনকালে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক নেসার উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সালেহ মোঃ বশির, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান প্রমুখ