বিবিএস নিউজ ডেস্কঃ কলারোয়ায় আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দোকান মেরামত করতে গিয়ে বিপাকে পড়েছেন জমি মালিক। ঘটনাটি ঘটেছে-উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ বাজারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জমি মালিক আব্দুল আলিম খান জানান-পৈত্রিক জমিতে দীর্ঘ ৪০/৫০ বছর যাবৎ দোকান ঘর করে ব্যবসা করে আসছেন। সম্প্রতি আম্পান ঘুনি ঝড়ে তার দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি ওই দোকান ঘরটি মেরামত করতে গেলে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফরিদুজ্জামান খান নামে এক ব্যক্তি বাদসাধে। তিনি কোন কারণ ছাড়াই উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে অভিযোগ দেন। পরে ইউনিয়ন ভুমি অফিসের নায়েব এসে ঘরটি কোন অবস্থায় আছে বলে শনিবার মাপযোগের সময় দিয়ে চলে যান। এবিষয়ে জমি মালিক আব্দুল আলিম বলেন-তিনি তার রেকর্ডিও জমি রাস্তার জন্য ছেড়ে দিয়েছেন। অথচ তাকে রাজনৈতিক প্রতিহিংসায় সাময়িক ভাবে হয়রানী করার জন্য এমন একটি মিথ্যা অভিযোগ দিয়েছেন। তিনি ওই ছেড়ে দেয়া জমি ফেরত পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম বলেন-আব্দুল আলিম তার রেকর্ডিও জমিতে বহু দিন ধরে দোকান ঘর করে ব্যবসায় চালিয়ে আসছেন। তিনি আরো বলেন-তারও পৈত্রিক জমিও ওই এলাকার রাস্তার জন্য ছেড়ে দিয়েছেন।