চুনারুঘাটপ্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ভাতিজার সংঘর্ষে মহিলা সহ তিন জন আহত হয়েছে। আহতরা হলেন। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কোণাগাও গ্রামের মৃত আঃ রফিকের স্ত্রী পারভীন আক্তার (৪৫), পুত্র জুনাইদ মিয়া (২২) মৃত আলফি মিয়ার পুত্র মানিক মিয়া (৫৫)।
আহতদের সকলেই চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে গুরুতর আহত পারভীন আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তার ডান হাতে দায়ের কুপের একাধিক গভীর ক্ষত রয়েছে।
আহত জুনায়েদ এর মাথায় দা’ য়ের কুপের ক্ষত রয়েছে।
আহত মানিক মিয়ার বুকে দা’য়ের কুপের একাধিক আঘাত রয়েছে। ২৪ জুন সকালে ১০ ঘটিকায় ঘটনাটি ঘটে।
আহত পারভীন আক্তার জানান, ঘটনার দিন সকালে জমি সংক্রান্ত বিরোধের পূর্ব জের ধরে তার আপন দেবর মানিক মিয়া গালাগালি শুরু করলে তার ছেলে জুনাইদ প্রতিবাদ করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে মানিক মিয়া তার ছেলে রাজিব মিয়া ও পরিবারের অন্যান্য সদস্য সহ দা লাঠি নিয়ে তার উঠানে এসে হামলা করে।এতে তারা মা ছেলে আহত হন।
মানিক মিয়া বলেন, হাস মুরগী নিয়ে ঝগড়া হলে জুনাইদ তার উপর হামলা করে। এবং নিজেরা নিজেদের শরীরে আঘাত করে হাসপাতালে যায়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আজাদ মিয়া জানান, বিধবা পারভীন তার মৃত স্বামীর স্বজনদের না জানিয়ে ২য় বিয়ে করায় এ ঘটনাটি ঘটে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, বিষয়ে কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিবেন।