নিউজ ডেস্ক।। মাগুরা শহরতলীতে সাধারণ মানুষের করোনার স্বাস্থ্যঝুঁকি এড়াতে শহরের চলমান অটোরিকশার কাঠামো পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবর্তিত কাঠামোর চার প্রকোষ্ঠ বিশিষ্ট এই অটোরিকশার উদ্বোধন করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা শেখ কামাল ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, যশোর সেনানিবাসের আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিক, জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোযান প্রমূখ। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ১৫ টি রিক্সার কাঠামো পরিবর্তন করে চার প্রকোষ্ঠ বিশিষ্ট রিক্সায় রূপান্তরিত করা হয়েছে। এতে করে যাত্রীদের সামাজিক দুরুত্ব নিশ্চিত হবে। পর্যায়ক্রমে সকল অটোরিকশাকে এ পদ্ধতিতে রূপান্তরিত করা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।