বাকেরগঞ্জ প্রতিনিধি মাইদুল ইসলাম মামুন
বরিশাল,বাকেরগঞ্জ উপজেলার,১১নং ভরপাশা ইউনিয়নের দাস পাড়া সংলগ্ন ব্রীজ সংস্কারের অভাবে
বাঁশের সেঁকো দিয়ে শতে শতে মানুষের পাড়াপাড়ে ভোগান্তি। এলাকাবাসী ব্রীজটি সংস্কারে করে পূর্ন সংযোগ ব্যবস্থার দাবী জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান সহ সকল উধ্বার্তন কর্মকর্তাদের কাছে।
জানা যায়, দীর্ঘ ২০০৭ সালে সিডরের বন্যায় ব্রীজটি অতিরিক্ত পানির চাপে ভেঙ্গে যায়। এরপর থেকে এলাকাবাসী বিভিন্ন উপায়ে প্রতি ঘর থেকে টাকা তুলে নিজেদের অর্থায়নে বাঁশের সেঁকো তৈরী করে।
এলাকাবাসী ব্রীজটি পূর্ন সংস্কার করার জন্য স্থানীয় চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ এলজিডি অফিস এর কাছে বার বার আবেদন করে কোন ফল পায়নি।
এই ব্রীজটি না থাকার কারনে জনসাধারন সহ স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যেকোন সময় ঘটে যেতে পাড়ে বড় ধরনের দূর্ঘটনা।
এবিষয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জান আসাদ বলেন,ব্রীজটি সংস্কারের জন্য আমরা উধ্বার্তন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। বরাদ্ধ আসলে ব্রীজের কাজ ধরা হবে।
এলাকাবাসী ব্রীজটি সংস্কারের দাবী জানিয়েছেন।