ফয়সাল আজম, বিশেষ প্রতিনিধিঃঃ
রাজশাহীতে র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ, ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ , রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দলের সহযোগিতায় ২৫ জুন ২০২০ তারিখ সন্ধ্যা ০৭.৪৫ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে, ৪১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সাগর সরকার (১৯) কে হাতে নাতে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ সাগর সরকার রাজশাহী জেলার বাঘা থানার সরের হাট গ্রামের মৃত কুদ্দুস সরকার এর ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।