বিশেষ প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্তের সাদিপুর গ্ররা ম থেকে ৭০০ গ্রাম গাঁজা সহ আব্দুল মালেক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক মালেক সাদিপুর গ্রামের মৃত: আঃ করিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল পোর্ট থানার এসআই রফিকুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স নিয়ে সাদিপুর গ্রামস্থ তার বসত বাড়ীর সামনের পাকা রাস্তার উপর হতে ৭০০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে। বর্তমানে সাদিপুরি প্রকাশ্য মাদক বিক্রয় হচ্ছে একাধিক সূত্রে জানা গেছে আইন প্রয়োগকারী নজর রাখার দাবি জানাচ্ছি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।