নিজস্ব প্রতিবেদক ::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়ন করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
এরই প্রেক্ষিতে সোমবার ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ নেতা জি এম শাহীন রেজার নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে।
এসময় ছাত্রলীগ নেতা জি এম শাহীন রেজা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনের নির্দেশনায় ঝিকরগাছা উপজেলার বিভিন্ন স্থানে ২০০ চারা গাছ বিতরণ ও রোপণ কাজ সম্পন্ন করেছি। জন্মশতবর্ষ উপলক্ষে সারাবছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবো।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা জি এম শাহীন রেজাসহ, মাহাবুর, শাওন, খলিল, আক্তার প্রমুখ।