মীর জুবায়ের আলম হবিগঞ্জ প্রতিনিধিঃ চুনারুঘাটে বিজিবি’র ৩টি পৃথক অভিযানে বিপুল পরিমান চা পাতা আটক হয়েছে।রবিবার সকালে ৯.০০ ঘটিকা হতে সাড়াদিন সাঁড়াশি অভিযান পরিচালনা করে গাজীপুর ইউপি’র গইবিল সীমান্তবর্তী এলাকা গনকীরপাড় গ্রামের ইউসুফ মিয়া,আবুল হোসেন ও আবুল কাশেমের বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকার চা পাতা আটক করা হয়। এলাকাবাসি ও বিজিবি সুত্র জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সামিউন নবী চৌধুরীর সামি’র নেতৃত্বে ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে গনকীরপাড় গ্রামের ইউসুফ,আবুল ও কাশেমের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ অভিযানে ইউসুফের বাড়ি থেকে ,আবুল মিয়ার বাড়ি থেকে ও কাশেমের বাড়ি থেকে মোট ৬০৭১ কেজি চা পাতা আটক হয় আটক হয়। এলাকাবাসিরা বলছেন,আটক চা পাতার মুল্য কমপক্ষে ১৫/১৬ লাখ টাকা হবে।এ দিকে চা পাতা ব্যবসায়ীরা বলেন, এটা দেশীয় চা পাতা। এ পাতাগুলো তারা নিলামে কিনেছেন। তাদের কাছে বৈধ কাগজ পত্র আছে ব্যবসায়ীরা বলেন আমরা সরকারকে প্রতিবছর বড় অঙ্কের টাকা ট্যাক্স দিয়ে আসছি এবং আমাদের কাগজপত্রে মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবত বাংলাদেশী চা – পাতা ব্যবসা পরিচালনা করছি। এ বিষয়ে লেঃ কর্নেল সামিউন নবীর চৌধুরী বলেন বলেছেন, কাগজপত্র যাছাই বাছাই করে যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে ব্যবসায়ীদের কোন অবস্থাতেই হয়রানী করা হবে না।