নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধুর অন্যতম সহচর, পাঁচবারের সংসদ সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিণী এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখরের মাতা মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল কবীর বিজু। এসময় তিনি তার মায়ের জানাযার নামাজেও অংশগ্রহণ করেন।
সোমবার পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।