আফজাল হোসেন চাঁদ : সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন প্রজাতির মাছের খাদ্য,ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান নিহাল রিসোর্স লিমিটেডের ঝিকরগাছা উপজেলায় ডিলার ও মাছ চাষীদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষের উপর ও রোগ প্রতিরোধের বিষয় তথ্য ভিত্তিক উপস্থাপনা করা হয়েছে।
পৌরসদরের রাজাপট্টির সফর আলী মার্কেটের মধ্যে মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১ টার সময় নিহাল রিসোর্স লিমিটেডের এরিয়া ব্যবস্থাপক মোঃ মতিয়ার রহমান’র সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবিএম আহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার সারোয়ার আলম কিরণ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকড়া এলাকার ডিলার মোঃ গোলাম মোস্তফা, গদখালী এলাকার ডিলার মোঃ নজরুল ইসলাম, শিমুলিয়া এলাকার ডিলার মোঃ আবুল কালাম, ঝিকরগাছা এলাকার ডিলার মোহাম্মদ জিয়াউর রহমান, মনিরামপুর রোহিতা ইউনিয়নের ডিলার মোহাম্মদ আখতারুজ্জামান। এসময় চাষীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এমদাদুল হক, মোঃ শাহিনুর রহমান, মোঃ মতিয়ার রহমান, ইদ্রিস আলী, রমজান আলী, আব্দুস সামাদ প্রমুখ