সেলিম চৌধুরী,পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ৩০ জুন মঙ্গলবার সংগঠনের
পক্ষ থেকে পটিয়া উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা কে কিন্ডারগার্টেন স্কুল সমূহের বিভিন্ন সমস্যা ও শিক্ষক/ শিক্ষিকা কর্মচারীদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন। এছাড়াও উপজেলা পরিষদ ও সরকারী পর্যায়ে হতে রেশন কার্ড ন্যূনতম আর্থিক বাতাসে হাজার টাকা প্রদানের জন্য স্মারকলিপি প্রদান করেন পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ আনোয়ার হোসেন, অমিও দাস । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।