মো: আজিজুল ইসলাম(ইমরান)
সাতক্ষীরায় অনলাইন নিউজ পোর্টাল আটডেট বার্তার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। বুধবার পহেলা জুলাই বিকালে কেক কেঁটে পোর্টালের অনুষ্ঠানকি উ™ো¢ধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি এড.তামিম আহমেদ সোহাগ। সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করা অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, এড. বিডি জামান। প্রধান অথিতির বক্তব্যে এড.তামিম আহমেদ সোহাগ বলেন সাংবাদিকরা দেশের এই সংকটময় সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রয়োজনে কাজ করে যাচ্ছে। তারা সমাজের দর্পন। তিনি বলেন করোনা ভাইরাসের কারণে স্বল্প পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীতে বৃহৎ পরিসরে পোর্টালের পরিচিতি সভা করা হবে। এই সময় উপস্থিত ছিলেন পার্টালের প্রকাশক দেবহাটা ছাত্রলীগের সেক্রেটারি এ এইচ সোহাগ, সম্পাদক ফয়সাল আহম্মেদ, সহ-সম্পাদক ইলিয়াস আহমেদ, দৈনিক নওয়া পাড়ার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক যুগের বার্তার ষ্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম, দৈনিক কালের চিত্রের নিজস্ব প্রতিনিধি অব্দুর রহমান, সদরুল কবির, রাসেদ রেজা, ফারুখ হোসেন, লিয়াকাত আলী, শেখ সেপার, আমজাদ হোসেন সহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালের চিত্র পত্রিকার ষ্টাফ রিপোর্টার গাজী ফরহাদ।
১/৭/২০
কেপশন:কেক কেটেঁ নিউজ পোর্টাল আটডেট বার্তার আনুষ্ঠানিক উদ্ভোধনের চিত্র