চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও লাখেরা এলাকায় সন্রাসীদের ভয়ে ব্যাবসা করতে পারছেনা সাধারণ ব্যাবসায়ি থেকে শুরু করে কোন মানুষ নিরাপদ নয়। জায়গা দখল- বেদখল থেকে শুরু করে সন্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, চুরি, ইয়াবা ব্যাবসা মাদক কারবারি দিন দিন বৃদ্ধি পেয়েছে। স্থানীয় লোকজন সন্রাসীদের ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না বিষয়টি সচেতন মহল পটিয়া এমপি জাতীয় সংসদের হুইফ আলহাজ্ব শামসুল হক চৌধুরী হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে কুতুবউদ্দিন চৌধুরী পুএ আতেক চৌধুরী গত ২৬ জুন পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায়, আতেক চৌধুরী কোলাগাও লাখেরা শিখল বাহা খাল এলাকায় সাহারা এন্টারপ্রাইজ সাইড ম্যানেজার, তার কাছে মৃত তুফান আলীর ছেলে রমজান আলীর নেতৃত্বে একটি সন্রাসী বাহিনী
শিখলবাহা খালে ড্রেইজার দিয়ে বালি উক্তোলন করায় রমজান, আবদুল আল মান্না, ফারুক, আবছার,বাবলু সাখাওত আকবর, ৪ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে অপারগতার প্রকাশ করলে আতেক চৌধুরীর নির্মাণ শ্রমিকদের মারধর করে এবং তাকে হত্যার হুমকি দিয়ে বালি উক্তোলনের ১৫ টি পাইপ ভাংচুর তান্ডব চালিয়ে আতেক চৌধুরী প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করে রমজান বাহিনীর প্রধান রমজান আলী। আতেক চৌধুরী ও কোলাগাও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বুলবুল জানান লাখেরা এলাকার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে রমজান তার বাহিনী লোকজন প্রতিদিন এলাকায় এাসের রাজত্ব কায়েম করেছে। বিষয়টি এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।অপরদিকে সাধারণ মানুষ কালারপুল পুলিশ রহস্যজনক নিরব ভূমিকা পালন করছে বলে সাধারণ লোকজনের অভিযোগ। স্থানীয় জনগণ চট্টগ্রাম পুলিশ কমিশনার সুদৃষ্টি কামনা করেন।