সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে চন্দ পাড়া এলাকায় পুর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষে সন্রাসী হামলায় মিলন দেব নাথ (৪৪) সুজন দেব নাথ (৩৮) গুরুত্বর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করে। ঘটনাটি ঘটেছে গত ২৩ জুন রাত সাড়ে ১১ সময় পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড চন্দ পাড়া পশ্চিম পার্শ্বে শ্রীমতি খাল এলাকায়। এ ঘটনায় দক্ষিণ হাইদগাঁও হরিপদ চৌকিদার বাড়ির মৃত মনিদ্র লাল দেব নাথের পুএ সুজন দেব নাথ বাদী হয়ে একই এলাকার নিতাই দেব নাথে পুএ উত্তম দেব নাথ সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়,সুজন দেব নাথ ও মিলন দেব নাথ কমলমুন্সির হাট তাদের সুজন ষ্টোর নামীয় একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ২৩ জুন রাত সাড়ে ১১ টার দিকে মিলন দেব নাথ ও সুজন দেব নাথ প্রতিদিনের মতন দোকান বন্ধ করে রাতে বাড়িতে ফেরার পথে হাইদগাঁও চন্দ পাড়ার পশ্চিম পাশে শ্রীমতি খাল সংলগ্ন এলাকায় পৌঁছে মাএ পুর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে উত্তম দেব নাথ সহ আরো ৪/৫ জন সন্রাসী মিলে হাতে দেশীয় অস্ত্র লোহার রড, গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এর এক পর্যায়ে হত্যার উদ্দেশ্য রোহার রড দিয়ে মিলন দেব নাথে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়লে উত্তম দেব সহ সন্রাসীরা মিলন দেব নাথের দোকানের বেচাকেনার লুঙ্গির
পেঁচে থাকা ৬৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়। মিলন দেব নাথ এর পরিবার এ ব্যাপারে জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব শামসুল চৌধুরী ও পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দীনের হস্তক্ষেপ কামনা করেছে। সুজন দেব নাথ জানান, উত্তম দেব নাথ একজন পেশাদার সন্রাসী বিভিন্ন অপকর্মে হোতা সে পারিবারিক পুর্ব শক্রতার জের ধরে সন্রাসী দলবল নিয়ে হামলা করে ৬৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।