ইমরান খাঁন, নিজস্ব প্রতিবেদক:উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতার আবেগময় স্টেটাস পাঠকের জন্য হুবহু তুলে ধরাহল।
তরুণ/যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখার একমাত্র উপায় হলো খেলাধূলা, বর্তমানে এই খেলাধূলাকে নিয়ে কিছু মহলের চলছে নিরব ষড়যন্ত্র। বলছি কাস্টম পাশ্ববর্তী ঘুমধুম ঘোনারপাড়া গ্রামের কয়লার শহরের আলুর গুলার মাঠের কথা। এই মাঠে প্রতিদিন সকাল বিকাল খেলাধূলা করে প্রায় ১০০ তরুণ । এদেরকে যদি খেলা থেকে দূরে রাখা হয় তাহলে কেউনা কেউ খারাপ কাজে বিশেষ করে মাদকাসক্তে লিপ্ত হবে, যার ফলে ধ্বংস হতে পারে তরুণ/যুব-সমাজ। তাই এলাকার সচেতন মহলদের কাছে অনুরোধ আপনারা এদের দূরে ঠেলে না দিয়ে এদের পাশে দাড়ান। কারণ এই ছেলেদের মধ্যে কেউ আপনার ছেলে, ভাই, ভাইপো এবং ভাগিনা। তাই এরা যদি খারাপ পথের দিকে ধাবিত হয় তাহলে আমাদের পরিবার, সমাজ কিংবা এমনকি রাষ্ট্রও অন্ধকারে নিমজ্জিত হতে পারে। তাই ষড়যন্ত্র নই ভালোবাসা দিয়ে আমরা সবাই তরুণদের পাশে দাড়ায়।তাহলে আমাদের পরিবার, সমাজ,রাষ্ট্র মাদকাসক্ত থেকে মুক্তি পাবে।
কথায় আছে “সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ”।