রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় ১যুবক নিহত হয়েছে। আজ দুপুরে বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে মটরসাইকেল যোগে নেছারাবাদে জুমার নামাজ আদায় করতে আসা সাঈদুল ও সোহেল রানা নামের
দুই বন্ধু ঝালকাঠি-খুলনা মহাসড়কের ব্র্যাক মোড় সংলগ্ন ষ্টিল ব্রীজের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। এ সময় মটরসাইকেলে থাকা দুজনই গুরতর আহত হয়। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সোহেল রানার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঝালকাঠি হাসপাতাল থেকে শেবাচিম হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎধীন থাকা অবস্থায় ৩০ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক এসে সোহেল রানাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সোহেল রানা (২৭) বরিশাল শহরে আমতলা রোডের মোঃ হাফিজ হাওলাদারের ছেলে বলে জানাযায়।