ইমাম হোসেন হিমেল স্টাফ রিপোর্টারঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশ অনুযায়ী, ১১৪, পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মহিব্বুর রহমান মহিব -এর পক্ষে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সাংসদের পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরন করেন তার ব্যাক্তিগত সহকারী মোঃ তরিকুল ইসলাম মৃধা । আজ রবিবার সকাল ১০ ঘটিকায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধুলাসারের চর চাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, মহিপুর থানা শ্রামিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ৭নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবু খায়ের , সমাজ সেবক কাওসার মৃধা, ইউনিয়ন যুবলীগ নেতা জলিল হাং প্রমুখ।
এমপি মহিবের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম মৃধা জানান,” মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ও আমার নেতা সাংসদ মহিব্বুর রহমান এমপি মহোদয়ের পক্ষ হতে আমি এবং সকলের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করি। করোনার বিরূপ সময়ে মানুষের উপকারে সাধ্যমত আসার চেষ্টা করছি। “