জয়নাল আবেদীন,নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় ২৫ বোতল ফেন্সিডিলসহ শেখ রানা (৩৫) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। এসময় একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়
রবিবার দুপুরের সময় ঝিকরগাছা বাজারের বাসষ্টান্ড জামে মসজিদের সামনে থেকে এ ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।আটক শেখ রানা খুলনার বাইদকান্দি গ্রামের শেখ ওমর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে ফেন্সিডিল নিয়ে খুলনার উদ্দেশ্য রওনা হয়েছে ।এমন সংবাদের ভিত্তিতে এস আই সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে চেকপোস্ট করাকালিন সময় শেখ রানাকে আটক করা হয়। পরে তার কাছে থাকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক শেখ রানার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।