এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মহাখালি গ্রামে পুকুরের পানিতে ডুবে আমেনা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহাখালি গ্রামের নাজির মিয়ার বাড়ীর পুকুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশু আমেনা সহপাঠীদের সাথে বাড়ীর পাশে খেলাধুলা করছিলো। এ সময় শিশুটি পুকুর থেকে খেলনা পাতিল দিয়ে পানি তোলার চেষ্টা করে। এক পর্যায়ে পা পিছলে পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। তার সাথে থাকা শিশুরা আমেনার বাড়ীতে খবর দেয়।
এরমধ্যে সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে গিয়ে শিশু আমেনার সলীল সমাধি ঘটে। পরে স্থানীয়রা পুকুরে খোঁজা খুঁজি করে শিশু আমেনার মৃত দেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা: প্রনয় মান্না দাস শিশুটিকে মৃত ঘোষনা করে। মৃত শিশু আমেনা সদর উপজেলার দক্ষিণ মহাখালি গ্রামের নাজির মিয়ার কন্যা। #