বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে জনস্বার্থে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। সমবার সন্ধ্যায় আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক ব্যবহার না করায় ০৮ টি মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।