এস এম আব্দুল্লাহঃ খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে
খেলতে চল , এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারােয়া উপজেলার চন্দনপুরে মুজিব শতবর্ষের ২০২০ এর ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত
আর .এন প্রগতি ক্রীড়া সংঘের আয়ােজনে তরুণ সমাজসেবক ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডালিম হােসেনের সার্বিক সহযােগিতায়, চন্দনপুর ফুটবল মাঠে মুজিব শতবর্ষ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের শেষ খেলায়
গোগা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে নাসির ফুটবল একাদশ জয়ী,
উক্ত খেলার উপস্থিত ছিলেন গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী,
কলারোয়া থানার চন্দনপুর বিট পুলিশের দায়িত্বরত্ব এস আই ইস্রাফিল হোসেন, সোনাবাড়ীয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম,
নাসির উদ্দীন, ও আয়োজক কমিটির সদস্য ও ফুটবল প্রেমী দর্শকবৃন্দু।