রিপন মিয়া, রূপগঞ্জ ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বাগবের এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কার্যালয়ের উদ্বোধন করেন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, সাবেক ইউপি সদস্য ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনিরুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক সামসুল হক প্রধান, তাঁতীলীগের রূপগঞ্জ ইউনিয়নের সভাপতি আলম মিয়া, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মনির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি হাবিবুর রহমান বাবু , সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমেদ , ছাত্রলীগ নেতা, মারুফ,নাঈম,রহমত উল্লাহ,আরমান, মোর্শেদ আলম সাংগঠনিক সম্পাদক সদর ইউনিয়ন শ্রমিকলীগ প্রমুখ।
এ সময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগকে শক্তিশালী করতে এ কার্যালয় সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া।