জসিম উদ্দিন : “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালী গ্রামের গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল, মাষ্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৪টার সময় নারাঙ্গালী একতা ক্লাব চত্বরে তরুণ সমাজ সেবক সোহেল রানার আয়োজনে এই কম্বল, মাষ্ক ও গাছের চারা বিতরণ করা হয়।
৫ নং পানিসারা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোছা: হাসনা হেনার সভাপতিত্বে এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার কৃতি সন্তান দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা সংগঠন ঝিকরগাছা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবু, পানিসারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল রউফ, বীর মুক্তিযোদ্ধার সন্তান ডাঃ বিল্লাল হোসেন, সাদা মনের মানুষ খ্যাত মো: ছায়েদ আলী, বাঁকড়া সম্নয় ফাউন্ডেশনের সভাপতি আবু রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআন বিতরণ এবং গাছের চারা রোপন করেন উদ্ভাবক মিজান।