হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নে দুধপাতিল গ্রামে আলকাছ মিয়া ও তার স্ত্রী রাজিয়া খাতুন উপর অতর্কিত হামলায় চালায় তারই আপন ভাই বোন। স্হানীয় সূত্রে জানাযায় আলকাছ মিয়া ভাইদের বোনদের সঙ্গে রাজিয়া খাতুন প্রবাসে থেকে উপার্জিত জমাকৃত টাকা ফেরত চাইলে আসামী আক্তার মিয়া ,উস্তার মিয়া জায়াদা খাতুন পাওনা টাকা ফেরত দিতে অনিহা প্রকাশ। এবং উভয়ের মাঝে তর্কবিতর্ক শুরু হয়।এক পর্যায়ে আক্তার মিয়া ,উস্তার মিয়া ,জায়েদা খাতুন সহ তারা আলকাছ মিয়া এবং রাজিয়া খাতুনের উপর হামলা চালায়, হামলায় স্বামী স্ত্রী দুই জন গুরুতর আহত হয়। পরে স্হানীয় লোকজন তাদের উভয়কে রক্তাক্ত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।কিছুটা সুস্থ হলে আহত আলকাছ মিয়া হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায় করেন।মামলার নং সি আর ১১৭/২১ আদালত মামলাটি দ্রুত তদন্ত করে মামলা রুজু করার নির্দেশ দেয় চুনারুঘাট থানা অফিসার ইনর্চাকে। কিন্তু চুনারুঘাট থানা মামলার আয়ু আলী আজহার মামলাটি নিয়ে তালবাহানা শুরু করেন ,বাদি পক্ষ কে হয়রানি করার চেষ্টা করছে বলে জানাযায় যেখানে মামলা ৭২ ঘন্টার মধ্যে আদালতে অবহিত করার কথা সেখানে ৫দিনে ও মামলার কোন প্রকার তদন্ত করা হয়নি যার ফলে এলাকায় উভয়ের মাঝে আবারও বেপক উত্তেজনা দেখা দেয় এবং প্রাণ হানি ঘটবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুধু একজন নয় অনেকেই বিভিন্ন মামলার নিয়ে এস আই আলী আজহার অসহায় গরীব দুঃখি মানুষদের কে হয়রানি করছেন,যার টাকা দিতে পারে তাদের পক্ষে সত্য কে মিথ্যা, মিথ্যাকে সত্য। বানিয়ে তিনি ভুক্তভোগি করেছেন অনেক কে।এব্যাপারে চুনারুঘাট থানা অফিসার ইনর্চাজ আলী আশরাফ জানান মামলার বিষয়ে তদন্ত করে ব্যবস্হা গ্রহনের নির্দেশ দিয়েছি তবে কেন এত বিলম্ব হবে তাহা বিষয়টি কতিয়ে দেখছি।