আফরোজা সরকার,সিনিয়র রিপোর্টার ও
হাসান আল সাকিব: রংপুরে সময় টিভির বিশেষ প্রতিনিধি রতন সরকারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (২১মার্চ)বেলা ১২টায় নগরীর প্রেসক্লাব চত্ত্বরে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক আফরোজা সরকার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ নেন।
এসময় উপস্তিত বক্তব্য রাখেন, রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি মোজাফ্ফর হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক শাহ বায়েজিদ ইসলাম,রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ওয়াদুদ হোসেন,সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দীন মখদূমী,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মশিউর রহমান,রংপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক রেজাউল করিম জীবন,দৈনিক যুগের আলোর ফটো সাংবাদিক আফজাল হোসেন,মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার,জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি,রিপোর্টাস ক্লাবের সদস্য আমিরুল ইসলাম, রিপোর্টাস ক্লাবের সদস্য মিজানুর রহমান লুলু,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারন সম্পাদক মাহাফুজুল ইসলাম বকুল,সিটিনিউজ রংপুর ব্যুরোর স্টাফ রিপোর্টার হাসান আল সাকিব প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বিপিডিএ এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে হয়রানী এবং কণ্ঠরোধ করতে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম তুহিন মামলা করেন সময় টিভির বিশেষ প্রতিনিধি রতন সরকারের বিরুদ্ধে। অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।