আবুল কালাম আজাদ (স্টাফ রিপোর্টার) গাজীপুর :
কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে
“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” শ্লোগান এ সামনে রেখে হঠাৎ করোনা সংক্রমণ হার ঊর্ধ্বমুখী, আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে চলাফেরা করছে মানুষ। নেই কোন সামাজিক দুরত্ব।
রোববার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টংগী পশ্চিম থানার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
অত্র এলাকায় মাস্ক পড়ার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী সহ বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকদের মাঝে মাস্ক বিতরণ করেন অত্র থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম ।