আঃজলিল(বিশেষ)প্রতিনিধিঃ
যশোর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের নাটকীয়তা দেখা যায়।আর এসব নাটকীয়তা অবসানের পর আগামী ৩১ মার্চ-২০২১ রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্খিত পৌর নির্বাচন।
আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে শহরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যশোর শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী, অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় যশোর ডিবি’ এর একটি চৌকস টীম গোপন সূত্রের ভিত্তিতে কোতোয়ালি থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে শহরের বিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ রানা(২৮) পিতা- মোঃ সামছুল হক গ্রাম – বিরামপুর,থানা- কোতোয়ালি জেলা – যশোরকে অবৈধভাবে রক্ষিত একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, ০১ টি ম্যাগজিন ও ০২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেন।
১৮৭৮ সালের অস্ত্র আইনে কোতয়ালি মডেল থানায় আজ একটি মামলা দায়ের করা হয়েছে।