বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে (ছয়) মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত এক আসামীকে গ্রেফতার হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে এ এস আই মোঃ নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় দরদাহপুর ইউনিয়নের ছয় মাসের সাজা ওয়ারেন্ট মূলে আসামী শ্রীধরপুর গ্রামের জোনাব আলী মোড়লের ছেলে জাহিদ হাসান (বাচ্চু) কে গোপন সংবাদের ভিত্তিতে দরগাহপুর বাজার হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে বিচারার্থে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।