বাকরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জের কবাইতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম সবুজের একজন সমর্থককে মারধর ও মোল্লারহাট বাজারে আরেক সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর-লুটপাট করার প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। উপজেলার কবাই ইউনিয়নের মোল্লারহাট বাজারে রবিবার সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত এ মানববন্ধন কমর্সূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোল্লারহাট বাজার কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন খান খোকন, মোঃ কবির হাওলাদার, হিরন ফকির, মতি হাওলাদার, আবু জাফর হাওলাদার, হাবিব মাস্টার, রফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, আগামী ১১ এপ্রিল কবাই ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সবুজ একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। গত শনিবার রাত ৮টার সময় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জহিরুল হক বাদল তালুকদার ৪০-৫০ টি মোটর সাইকেলের বহর নিয়ে মোল্লারহাট বাজারে যান।
এসময় তার নির্দেশে ক্যাডাররা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম সবুজের সমর্থক মেম্বার প্রার্থী মোঃ কবির হাওলাদারকে ধাওয়া করে মারধর করেন। তিনি আত্নরক্ষার্থে দৌড় দিয়ে মোল্লারহাট বাজারের হিরন ফকিরের মুদি দোকানে আশ্রয় নিলে বাদল তালুকদারের ক্যাডার সোহেল খান, মাসুদ গাজী, রাব্বি তালুকদার, ইমরান সিকদার, ইসলাম মুন্সিসহ ৫০-৬০ জন সেখানে হামলা চালিয়ে দোকান ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনার প্রতিবাদে মোল্লারহাট বাজারের ব্যবসায়ীরা রবিবার সকাল ১০-১১ টা পর্যন্ত শতাধিক দোকান বন্ধ রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে ব্যবসায়ীরা আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের নির্দেশে তার ক্যাডারদের দোকানে হামলার তিব্র নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।