আঃজলিল(নিজস্ব)প্রতিবেদকঃ
আগামীকাল ৩১ মার্চ ২০২১ রোজ বুধবার যশোর সদর উপজেলার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।আর এ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ৩০ মার্চ -২০২১ রোজ মঙ্গলবার সকাল ৯ঃ০০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নির্বাচনী ব্রিফিং এ সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন),যশোর।
এ সময় তিনি পৌর নির্বাচনে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশ ইতিমধ্যে সকল প্রস্ত্ততি সম্পন্ন করেছে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
যেহেতু করোনা ক্রমবৃদ্ধিমান তাই দায়িত্ব পালনের সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়েছে।