হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নে আজ ছাত্রলীগ সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ নেতা সুহেল আরমান সহ অনেকেই অংশগ্রহণ করেন।ছাত্রলীগের সম্মেলন কে নিয়ে গাজীপুর ইউনিয়নের প্রকৃত আওয়ামীলীগ, যুবলীগ,কৃষকলীগ, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডা নেতাদের মাঝে বেপক সমালোচনা ঝড় বয়েছে , তারা বলেন ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন,আর সেই সংগঠনের মাঝে জামাত এবং বিএনপি পরিবারের ছেলেদের দিয়ে গাজীপুর ইউনিয়নের পকেট ছাত্রলীগ গঠন করা হবে আমরা তা মেনে নিতে পারিনা ,যারা নির্বাচন আসলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা বিরুদ্ধে নির্বাচন করে তাদেরকে দিয়ে গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগ করা যেতে পারে না।ইউনিগ ছাত্রলীগের সভাপতি পদে সিভি জমা দিয়েছেন তার পরিবারে সকলই বিএনপি সংগঠন করে এবং সে নিজেই উপজেলা নির্বাচন নৌকার বিপক্ষে নির্বাচন করেছে, তাহলে সে কি ভাবে ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতি হয়।যারা সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিয়েছেন তাদের পিতা প্রকৃতপক্ষে একজন ছিলেন জামাত ইসলামী , অন্য জন ছিলেন প্রকৃতপক্ষে একজন বিএনপি। তাদের সন্তানদের দিয়ে আজ ছাত্রলীগ গঠন করতে যাচ্ছে চুনারুঘাট উপজেলা পথ হারা ছাত্রলীগ ।যারা দলের গঠনতন্ত্র বলতে কিছু মানছে না বলে প্রতিবাদ করছেন গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন।