আঃ জলিল,ষ্টাপ রিপোর্টারঃ
যশোরের বেনাপোলে বাথরুমে যাওয়ার কথা বলে চায়ের দোকানে কোলের বাচ্চা রেখে গোপনে পালিয়ে গেছে এক মা।
থানা সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২ এপ্রিল) রাত সাড়ে ৭টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজারস্থ আল-আরাফাহ্ ব্যাংকের পাশে মেসার্স রাকিব ষ্টোরের স্বত্বাধিকারী মোঃ তোফাজ্জেল হোসেন (৬৮) এর চায়ের দোকানে দেড় বছরের একটি শিশুকে তার মা পরিচয় দিয়ে একজন মহিলা বাথরুমে যাওয়ার কথা বলে দোকানে রেখে চলে যায়।
পরবর্তীতে আর ফিরে না আসায় চায়ের দোকনাদার শিশুটি সহ বেনাপোল পোর্ট থানায় এসে বিষয়টি জানায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, বর্তমান শিশুটি পুলিশের হেফাজতে আছে। একই সাথে শিশুটিকে কে রেখে গেছে সে বিষয়ে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। শিশুটির পরিচয় পেলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।