স্টাপ রিপোর্টার : ৬ মাস পর হারানো সন্তান ফিরে পেলেন অসহায় মা শিল্পী বেগম। দীর্ঘ দিন প্রতিক্ষার পর ১লা এপ্রিল সন্তান ফিরে পেয়ে আবেক আপ্লুত কন্ঠে মা শিল্পী বেগম বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মানবতার ফেরিওয়ালী রুখশাহানারা মুক্তার সহযোগিতায় আজকে আমার হৃদয়ের শূন্যতা পূরন হল। অামার সন্তানকে ফেরত পেলাল। অামার যে অাজকে কত খুশি সেটা বলে বুঝাতে পারবো না।
সন্তান মায়ের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, লালমুনিরহাট সদর থানার ওসি মোঃ শাহআলম, কাউন্সিলর মুকুল, সমাজ কর্মী রুখশাহানারা মুক্তা, দত্তক নেয়া পিতামাতা এবং প্রিন্ট ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সমাজ কর্মী রুখশাহানারা মুক্তা বলেন, অামি যখন খোঁজ পাই এক জনের সন্তান অন্য জন অবৈধভাবে দত্তক নিয়েছে। সেটা অামার হৃদয়ে আঘাত আনে। তখন থেকে সন্তানকে তার নিজের মায়ের কাছে ফেরত পাওয়ার জন্য কার্যক্রম শুরু করি।