সুজন আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ ডিবি পুলিশের একটি আভিযানিক দল ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করে কালিগঞ্জ থানাধীন কাদিপুর গ্রামস্থ আর কে ইট ভাটার পাশ থেকে অাসামি ১। শরিফুল ইসলাম সজল (৩৩),পিতা- হাতেম অালী,সাং-পিরোজপুর,২।মোছাঃ রুপালী,পিতা-মৃত গফুর মোল্লা,সাং-কাদিপুর (পশ্চিমপাড়া),উভয় থানা- কালিগঞ্জ,জেলা- ঝিনাদহকে ২০০ (দুই শত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ এবং ঝিনাইদহ পৌরসভাধীন কলাবাগান হইতে কাঞ্চননগরগামী তিন রাস্তার মোড় হইতে আসামী ১। টুটুল মিয়া (৩৩),পিতা-
ইসমাইল হোসেন,সাং ঝুটিয়াডাঙ্গা,থানা-মিরপুর,জেলা-কুষ্টিয়া,২। মোছাঃ ফাতেমা খাতুন (২৮),পিতা- মৃত জামাল মিয়া,সাং- খড়াশুনি,থানা ও জেলা ঝিনাইদহ কে ১০০ (একশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ অাটক করে।