ইঞ্জি. হাফিজুর রহমান খান, কক্সবাজার:: এখন স্থানীয় নির্বাচনেও ধর্মকে ব্যবহার !! এমনটা ঘটে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে বায়তুল আমান জামে মসজিদে প্রকাশ্যে শত শত ধর্মপ্রাণ মানুষকে হাত তুলে শপথ করিয়ে ভোট দেওয়ার ওয়াদা করায় বলে স্থানীয়রা জানান ৷
স্থানীয়রা আরো জানান, তিনি আনারস মার্কায় প্রতীকে চেয়ারম্যান প্রার্থী বর্তমান ওয়ার্ড মেম্বার নুরুল আমিন খোকা ৷ পশ্চিম ঘটিভাঙ্গা এলাকার বায়তুল আমান জামে মসজিদে আজ ২ এপ্রিল ২১ইং রোজ শুক্রবার খুতবার আগে এ শপথ করান বলে জানা যায় ৷