মহিদুল ইসলাম(শাহীন)বটিয়াঘাটা খুলনাঃ খুলনা জেলা প্রশাসকের নির্দশনায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী মঙ্গলবার পৃথক পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তারা উভয়েই ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে করোনা সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণের পাশাপশি ৮ টি মামলা রুজু পূর্বক ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন জায়গায় ভ্রাম্যমান আদালতে এই জরিমানা আদায় করেন। আদালত পরিচালনাকালে বটিয়াঘাটা থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।